শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-হেমন্তকাল -|- ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

এম. আবদুস ছাত্তারের উদ্যোগে বোয়ালখালীতে বৃক্ষরোপন কর্মসূচি পালিত।

প্রকাশিত হয়েছে- রবিবার, ১২ জুলাই, ২০২০

এস. এম নাঈম উদ্দীন:
“মুজিব বর্ষের আহবান, ৩টি করে গাছ লাগান” এই শ্লোগানকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাংলাদেশ ছাত্রলীগের তিন মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বোয়ালখালী উপজেলায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবদুস ছাত্তারের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।

১২ জুলাই রবিবার বিকেলে সারোয়াতলী ছনদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, সারোয়াতলী ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক সুব্রত দেব দেবু, ছাত্রলীগ নেতা মোঃ রাজ্জাক,আশীষ,শহিদুল ইসলাম শাকিল,মো: সাকিব, জোবায়ের হিরু, আরমান, মো: মামুন, আরফান, জয় প্রমূখ।

বৃক্ষরোপণ কর্মসূচিকে সাধুবাদ জানিয়ে ছাত্রলীগ নেতা এম. আবদুস সাত্তার বলেন, বৃক্ষ পরিবেশ ও মানুষের জন্য অত্যন্ত উপকারী। বৃক্ষের মাধ্যমে আমরা ফুল, ফল, ছায়া, অক্সিজেনসহ নানা উপকার পেয়ে থাকি।

এছাড়া বৃক্ষের কাঠ ব্যবহার করে নানা রকম আসবাবপত্র বানিয়ে থাকি। তাই আমাদের সকলের উচিত নিজ নিজ সাধ্যমত বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে এদেশকে সবুজে সুসজ্জিত করা। এই ধারা আগামিতেও অব্যাহত রাখার জন্য সকলকে আহবান জানান তিনি।