আজ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন যমুনা টেলিভিশনের দুই সংবাদকর্মীসহ তিনজন।
আহতরা হলেন- যমুনা টেলিভিশনের চট্টগ্রামের স্টাফ রিপোর্টার হোসেন জিয়াদ, ক্যামেরাপারসন নাসির উল আলম ও গাড়ির চালক মিন্টু দাশ।
রোববার সকাল ৮টার দিকে মহাসড়কের আজিজনগর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাকের সংঘর্ষে আহত হন তারা।
হারবাং পুলিশ ফাড়ির আইসি আবুল কালাম আজাদ জানান, ভোর ৬টার দিকে চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখি যমুনা টেলিভিশনের গাড়ির সাথে বিপরীতমুখি তেলের ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে যমুনা টেলিভিশনের ৩ সংবাদকর্মী গুরুতর আহত হয়। জব্দ করা হয়েছে ঘাতক গাড়িটি।