শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-হেমন্তকাল -|- ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

বাঁশখালীতে বৃক্ষ রোপনে এগিয়ে এলেন ছাত্র দলের সভাপতি পদপ্রার্থী নিজাম উদ্দীন

প্রকাশিত হয়েছে- সোমবার, ২০ জুলাই, ২০২০

প্রেস রিলিজ:
সারাবিশ্বে পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচিত হচ্ছে। ফলশ্রুতিতে বিগত সময়ে এমডিজি এবং বর্তমানে এসডিজি-তে পরিবেশের ভারসাম্য বিষয়টি গুরুত্বের সাথে স্থান পেয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে পরিবেশের ভারসাম্য রক্ষার সাথে বৃক্ষরোপণ বিষয়টি অঙ্গাঙ্গিভাবে জড়িত।

বাংলাদেশে বনভূমি থাকা উচিত ২৫ শতাংশ; যেখানে বর্তমানে বনভূমি রয়েছে ১৬ শতাংশ মাত্র। এই ঘাটতি পূরণে ব্যক্তিগত ও সামাজিক ঊদ্যোগে ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই মানুষের প্রয়োজনেই গাছকে বাঁচিয়ে রাখার প্রত্যয়ে বাঁশখালী উপজেলার প্রধান সড়ক চাঁদপুর থেকে উপজেলা কার্য্যালয় পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার রাস্তার উভয় পাশে এবং বাঁশখালী গুনাগারি সাতকানিয়া সড়কের ফুলতলা পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার বৃক্ষরোপণ বাস্তবায়ন করার লক্ষে কর্মসূচী গ্রহণ করা হয়।

বাঁশখালী উপজেলা ছাত্র দলের সভাপতি প্রার্থী নিজাম উদ্দিন এর উদ্যোগে এ কর্মসুচী গ্রহণ করা হয়।

১৯ জুলাই রবিবার সকাল ১০ টায় সাধনপুর প্রধান সড়কে বৃক্ষ রোপনের মধ্যে দিয়ে আকাশি,মেহগনি, গর্জন সহ নানা প্রজাতির ১১ হা৷জার গাছের চারা রোপনের কর্মসুচীর শুভ উদ্ভোদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন,মঈন উদ্দীন,ফয়েজ,আব্দুল্লাহ জাসেম, সেফাইত হোসেন রিফাত, আরিফ, ওমর ফারুক সহ আরো অনেকে।