শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-হেমন্তকাল -|- ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

চন্দনাইশে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে পোনা অবমুক্তকরণ ও মৎস্য চাষের উপকরণ বিতরণ

প্রকাশিত হয়েছে- বুধবার, ২২ জুলাই, ২০২০

মো. নুরুল আলম, বিশেষ প্রতিনিধি:
‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখি সমৃদ্ধ দেশ গড়ি’ এ ¯স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা পরিষদ পুকুরে ২৫ কেজি পোনা অবমুক্তকরণ ও চাষি/সুফলভোগীদের মাঝে মৎস্যচাষের বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) সকালে উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ হোসেন সভাপতিত্বে চন্দনাইশ উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্তকরণ ও উপজেলা অডিটোরিয়াম হলে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে, মৎস্য সেক্টরে সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনসহ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: আবদুল জব্বার চৌধুরী। উপজেলা মৎস্য কর্মকর্তা মো: কামাল উদ্দীন চৌধুরীর সঞ্চালনায় আলোচনা অংশ নেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, থানা অফিসার ইনচার্জ কেশব চক্রবর্ত্তী, কৃষি কর্মকর্তা স্মৃতি রাণী সরকার সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিক বৃন্দ।

এ সম্পর্কে চন্দনাইশ উপজেলার পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: আবদুল জব্বার চৌধুরী বলেন, আমরা মাছে ভাতে বাঙালি। মাছ আর ভাত আমাদের প্রধান খাদ্য। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবছর মৎস্য সপ্তাহ পালন করার নির্দেশ দেন।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ হোসেন বলেন, করোনা পরিস্থিতিতে আমরা স্বাস্থ্যবিধি মেনে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করছি। পরিস্থিতি ঠিক থাকলে জাতীয় মৎস্য সপ্তাহ আরও জাঁকজমক পূর্ণভাবে পালন হতো।