শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-হেমন্তকাল -|- ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

আনোয়ারায় চিংড়িতে জেলী: বিক্রেতাকে আটক ও জরিমানা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

মোঃসোহেল,আনোয়ারা প্রতিনিধি:

আনোয়ারা উপজেলার কালা বিবির দিঘীর মোড়ে মাছের আড়তে চিংড়ি মাছে ক্ষতিকর জেলী পুশ করে ওজন বৃদ্ধি ও গ্রাহকের সাথে প্রতারণার অপরাধে এক বিক্রেতাকে আটক ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহঃবার (২৩ জুলাই) সকালে জাতীয় মৎস সপ্তাহ ২০২০ ইং মাছে ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ বিরোধী অভিযানও মৎস বিষয়ক আইন বাস্তবায়নে সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ চৌধুরীর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এতে আনোয়ারা উপজেলা মৎস কর্মকর্তা রাশিদুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসময় ক্ষতিকর জেলী পুশ করে চিংড়ি মাছের ওজন বৃদ্ধি করে গ্রাহকের সাথে প্রতারণা করার অপরাধে বিক্রেতাকে মোবাইল কোর্টের মাধ্যমে ২০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান ও একজন বিক্রেতাকে আটক করা হয়। এছাড়া ৪০ কেজী চিংড়ি মাছ জব্দ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ চৌধুরী জানান,চিংড়ি মাছে ক্ষতিকর জেলী পুশ করার অপরাধে এক বিক্রেতাকে আটক ও মোবাইল কোর্টের মাধ্যমে ২০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।