শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-হেমন্তকাল -|- ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

বৈলতলী আ’লা হযরত (রহঃ) ও গাজী শেরে বাংলা (রহঃ) একতা সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী’২০ইং

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৫ জুলাই, ২০২০

মিজানুর রহমান (চট্টগ্রাম)
গাছ লাগান, পরিবেশ বাঁচান এই স্লোগানকে বাস্তবায়নের লক্ষে চন্দনাইশের আলোড়ন সৃষ্টিকারী সামাজিক ও ধর্মীয় সংগঠন “ আ’লা হযরত (রহঃ) ও গাজী শেরে বাংলা (রহঃ) একতা সংঘ ”এর উদ্যোগে বৈলতলী ইউনিয়ন পরিষদের মাঠে বৃক্ষরোপণ কর্মসূচী’২০ইং আয়োজন করা হয়।

উক্ত বৃক্ষরোপন কর্মসূচীতে ফলজ, বনজ, ঔষধীসহ বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ রোপন ও বিতরণ করা হয় এলাকাবাসীর মাঝে।

বৃক্ষ প্রকৃতির একটি উপাদান মাত্র। এই উপাদানকে রোপন করে প্রকৃতির সাথে লালন-পালন, পরিচর্যা করার মাধ্যমে সুন্দর, চির সবুজ বাংলাদেশ গড়ে তোলা সংগঠনের লক্ষ।

উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈলতলী ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান এডভোকেট আনোয়ারুল মোস্তফা চৌধুরী দুলাল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈলতলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল হাই, পাক পাঞ্জাতন’র সভাপতি ডাঃ মুহাম্মদ আবদুল আউয়াল, পাক পাঞ্জাতনের সহ-সভাপতি আবদুর শুক্কুর, গাউছিয়া কমিটি বাংলাদেশ, বৈলতলী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান, আ’লা হযরত (রহ:)ও গাজী শেরে বাংলা (রহ:) একতা সংঘের সিনিয়র সদস্য মুহাম্মদ হোসেন, সিনিয়র সদস্য মুহাম্মদ সাঈদ, কার্য পরিচালনা কমিটির সিনিয়র সদস্য নাঈম ভূঁইয়া, গাউছিয়া কমিটি বাংলাদেশ, বৈলতলী ইউনিয়ন শাখার উপ আইন বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন, গাউছিয়া কমিটি বাংলাদেশ, বৈলতলী ইউনিয়ন শাখার উপ প্রচার সম্পাদক আবদুর রহিম, অত্র সংগঠনের কার্য পরিচালনা কমিটির সদস্য রাসেল ভূইয়া, মো:ইমন, জামশেদ, শুভ, নাঈম, হুজ্জাত, সাধারণ সদস্ তানভির, এমরান, লোকমান, নাঈম, আজাদ, কপিল, সৈকত, শিফাত, ইয়াছিন, সাঈদ, ফাহিম, মিরাজ প্রমুখ।