শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-হেমন্তকাল -|- ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

লক্ষ্মীপুরের ৫ উপজেলায় প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৮ মার্চ, ২০১৯

তৃতীয় ধাপের উপজেলা পরিষদের নির্বাচনে লক্ষ্মীপুরের ৫টি উপজেলায় প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে। শুক্রবার সকাল থেকে উৎসবমুখর পরিবেশে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে এসে প্রতীক বরাদ্ধ নেন।

জেলার ৫টি উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিপক্ষে আওয়ামী লীগের লোকজনই লড়ছেন। চেয়ারম্যান পদে ১৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৯ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে রামগঞ্জ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুরাইয়া আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ।

কে কোন  প্রতীক পেলেন
সদরে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু- দোয়াত কলম, আবুল কাশেম চৌধুরী- নৌকা, মহি উদ্দিন বকুল কাপ- পিরিচ, ওয়াহিদুর রহমান- আনারস প্রতীক।

ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ রহমত উল্লাহ বিপ্লব- বৈদ্যুতিক বাল্প, হাফিজ উল্লাহ মাইক- এহতেশাম হায়দার বাপ্পি- পালকি, মোহাম্মদ আব্দুল্লাহ- টিউব ওয়েল, মোজাম্মেল হোসেন মিজান পাটোয়ারী- তালা, মোক্তার হোসেন চৌধুরী- আইসক্রিম, এমরান মাহমুদ রুবেল- উড়োজাহাজ, নিজাম উদ্দিন রাশেদ- টিয়া পাখি, নাজিম উদ্দিন চশমা, মাসুম কবির- বই।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলি আক্তার পাটোয়ারী- পদ্ম ফুল, সুলতানা আক্তার লাকি- কলস, বেব্রুজা বুরবুল- ফুটবল, কাজী খালেদা আক্তারু হাঁস, সুমি আক্তার- প্রজাপতি।