আজ ২৫শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ || ১১ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
মোঃ সেলিম উদ্দীন
বিশেষ প্রতিনিধি:
বান্দরবানের লামায় ২০০ পিচ ইয়াবা সহ আব্দুর রহিম (৩২) নামের একজনকে আটক করে লামা থানা পুলিশ।আটককৃত আব্দুর রহিম আজিজনগর তেলুনিয়া পাড়ার ২ নং ওয়ার্ডের মোঃ জাফর আহম্মদ এর ছেলে আব্দুর রহিম।
৩১শে জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে লামা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের নির্দেশে এস আই ফরিদ হোসেন, এএসআই রাম প্রসাদ, ও সঙ্গীয় ফোর্স আজিজনগর তেলুনিয়া সড়ক হেডম্যান পাড়ার সেবাখোলার সামনে আব্দুর রহিমকে আটক করে।
রহিম দীর্ঘদিন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নিজের মোটর সাইকেলে করে এ ব্যবসা চালিয়ে যাচ্ছিল।
এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, লামা উপজেলাকে মাদক মুক্ত করতে মাদক বিরোধী অভিযান চলতে থাকবে। মাদককে জিরো টলারেন্স করতে সকলের সহযোগিতা প্রয়োজন।
তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।