শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-হেমন্তকাল -|- ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

পটিয়া বন রেঞ্জের ভান্ডালজুড়ি বিটে নব নির্মিত স্টাফ ব্যারাক হাউজ উদ্বোধন

প্রকাশিত হয়েছে- বুধবার, ৫ আগস্ট, ২০২০

মহিউদ্দীন চৌধুরী:
পটিয়া বনরেন্জের ভান্ডালজুড়ি বিটে নব নির্মিত ষ্টাফ ব্যারক হাউজ শুভ উদ্বোধন করা হয়েছে। প্রায় ১২ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এ ভবন উদ্বোধন করেন চট্রগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী, বক্তব্য রাখেন পটিয়া বন রেন্জ কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, বিট কর্মকর্তা মো : ইউনুচ, উপস্থিত ছিলেন ফরেষ্টার আবদুস ছত্তার হাওলাদার, পিএম আফজাল হোসেন, পিএম ইউনুচ মিয়া, হেডম্যান জাহাংগীর আলম সহ আরো অনেকে।

এ সময় বিভাগীয় বন কর্মকর্তা মো: মোজাম্মেল হক শাহ চৌধুরী বলেন, এ বিট অফিস নির্মিত হওয়ায় বনরক্ষা সহ সার্বিক উন্নয়নে নব দিগন্ত সূচিত হবে। তিনি আরো বলেন পটিয়ায় বৃহৎ বন বিভাগ রয়েছে। এর রক্ষনাবেক্ষনে বিটের দায়িত্বরতরা এখন এ খানে সারাক্ষন অবস্থান নিয়ে বনের উন্নয়ন ও বনদস্যুদের মোকাবেলা কেরতে পারবে।

তিনি ভবনের টেকসই উন্নয়ন নিশ্চিত্ব হওয়ায় শুকরিয়া জ্ঞাপন করে বলেন পটিয়ায় ২৪ হাজার একর বনভূমি রয়েছে। যাতে পরিকল্পিত বনায়ন ও বিভিন্ন ফল ফলাদির বাগান করা হলে দেশের শস্য ভান্ডার সমৃদ্ব হবে।

তিনি বন ধ্বংশের সাথে জড়িতরা যেই হোক আইনের আওতায় আনার জন্য সকলকে একযোগে কাজ করার আহবান জানান।