রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

পুঁজিবাজার থেকে ৪ হাজার কোটি টাকার পুঁজি উধাও

প্রকাশিত হয়েছে- শনিবার, ৯ মার্চ, ২০১৯

টানা দু’সপ্তাহ চার কার্যদিবস লেনদেনের পর মার্চের প্রথম সপ্তাহে পুঁজিবাজারে মোট পাঁচ কার্যদিবস লেনদেন হয়েছে। মাসের প্রথম সপ্তাহে সূচক, লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে।

এসবের ফলে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনিয়োগকারীদের বাজার মূলধন কমেছে ২ হাজার ৫০ কোটি ৯০ লাখ ৩৭২ টাকা। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূলধন কমেছে ২ হাজার ২৫০ কোটি ৯০ লাখ ৬ হাজার টাকা।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে দুই বাজার থেকে বিনিয়োগকারীদের ৪ হাজার ৩০০ কোটি টাকার পুঁজি (মূলধন) উধাও হয়ে গেছে। এর আগের সপ্তাহে উধাও হয়েছিল এক হাজার কোটি টাকা।

আলোচিত এ সপ্তাহে (৩-৭ মার্চ) দুই পুঁজিবাজারের মধ্যে ডিএসইতে তিন সূচক বেড়েছে। সূচক কমেছে দু’দিন। অপরদিকে সিএসইতে সূচক কমেছে তিন দিন, আর বেড়েছে দু’দিন।

ডিএসই সূত্র মতে, মার্চ মাসের প্রথম সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে দুই হাজার ৯৭৯ কোটি ৯২ লাখ ৬৬ হাজার ২০ টাকার। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল দুই হাজার ৯১৩ কোটি ৪২ লাখ ২৫ হাজার ৬৩৮ টাকার।

যার দৈনিক লেনদেনের গড়ের পরিমাণ দাঁড়িয়েছে ৫৯৫ কোটি ৯৮ লাখ টাকা। এর আগের সপ্তাহে দৈনিক লেনেদেন হয়েছিল ৭২৮ কোটি টাকা। অর্থাৎ দিন লেনদেন কমেছে প্রায় ২০০ কোটি টাকা।

গত সপ্তাহে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৩টির, কমেছে ২৩০টির; আর অপরিবর্তিত রয়েছে ২৬ কোম্পানির শেয়ার।

বেশির ভাগ কোম্পানির শোয়ারের দাম কমায় তিন সূচকের মধ্যে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের সপ্তাহের চেয়ে ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৬৮৭ পয়েন্টে।

একই অবস্থায় লেনদেন হয়েছে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।বিদায়ী সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে ১২২ কোটি ৭৩ লাখ ৫১ হাজার ৩৫৪ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৮২ কোটি ১৪ হাজার ৯৯০ টাকা।

এ সপ্তাহে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৯টি কোম্পানির, কমেছে ১৮৫টি কোম্পানির, আর অপরিবর্তিত রয়েছে ২১ কোম্পানির শেয়ারের দাম।

এর ফলে আগের সপ্তাহের চেয়ে ৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৯৫ পয়েন্টে।