আজ ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ || ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
আজকাল দাড়ি রাখা ফ্যাসনে পরিণত হয়েছে। কারণ রণবীর সিং থেকে বিরাট কোহলি- সকলেই রাখছেন মুখভর্তি দাড়ি।
কিন্তু আমরা জানি না যে, মেয়েরা ‘দাড়িওয়ালাদের’ পছন্দ করেন? নাকি ‘দাড়িছাড়াদের’?
সম্প্রতি এর উত্তর খুঁজতে একটি সমীক্ষা চালিয়েছিলেন কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাঁদের এই সমীক্ষায় অংশ নিয়েছিলেন সাড়ে আট হাজারেরও বেশি নারী।
এই সমীক্ষায় তাদের থেকে জানতে চাওয়া হয়, কেমন পুরুষ সঙ্গী পছন্দ, দাড়ি-গোঁফওয়ালা নাকি ‘ক্লিন শেভড’!
৬০ শতাংশেরও বেশি অংশগ্রহণকারী মহিলা জানান, দাড়ি-গোঁফওয়ালা পুরুষ সঙ্গীই তাঁদের বেশি পছন্দ।
শুধু তাই নয়, এদের মধ্যে প্রায় ৫০ শতাংশের মত, হালকা ট্রিম করা দাড়ি নয়, ঘন দাড়ি-গোঁফেই তারা ছেলেদের বেশি পছন্দ করেন।