শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-হেমন্তকাল -|- ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

সাকিবকে আইপিএল খেলতে দেয়ায় জেরার মুখে বিসিবি পরিচালক

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯
বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে গেছেন।  আশা করা হচ্ছিল হয়তো সিরিজের শেষ টেস্ট ম্যাচটি খেলবেন তিনি। কিন্তু পুরোপুরি সুস্থ না হওয়ায় বিসিবি তাকে আরো ১০ দিনের বিশ্রাম দেয়।  তবে ২৩ মার্চ থেকে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের এমন সংবাদে বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সাংবাদিকদের জেরার মুখে পড়েন।
সাকিব পুরোপুরো সুস্থ না হলে কেন তাকে আইপিএলে খেলার ছাড়পত্র দেয়া হলো? উত্তরে জালাল ইউনুস বলেন, ‘সাকিবকে ১০ দিনের রেস্ট দেওয়া হয়েছে। ১০ দিনের রেস্টে তো ফিটনেস চলে আসার কথা। এর মধ্যে দিয়ে তো সিরিজ শেষ, টেস্ট খেলার সুযোগ নাই। মার্চের ২৩ তারিখ থেকে শুরু হচ্ছে আইপিএল।   কিন্তু কতটুক খেলবে কি করবে, ওইভাবে প্রটেক্ট করেই খেলতে হবে। হয়তো কিছু ম্যাচ খেলল, কিছু না খেলে চলে আসতে পারে। কিন্তু আমরা কোনো প্লেয়ারকে মানা করতে পারব না যে তুমি খেলতে যেতে পারবে না। যদি বোর্ড মনে করে সে ফিট, তাহলে সে যেতে পারে।’
সামনে ইংল্যান্ডে আইসিসি বিশ্বকাপ, ইনজুরি নিয়ে ঝুঁকি তো থাকছেই। জালাল ইউনুস বলেন, ‘এটা কিন্তু বোর্ডের মাথায় আছে। যাতে ওর ওপর প্রেশার না থাকে, আইপিএল বলেন, অন্য কোন টুর্নামেন্ট বলেন, আমাদের মূল টার্গেট হচ্ছে ইংল্যান্ড বিশ্বকাপ।’
বিসিবির এই পরিচালক আরো জানান, কোনো খেলোয়াড়কে কোনো টুর্নামেন্ট খেলা থেকে নিষিদ্ধ করতে চান না। তিনি বলেন,‘আমার মনে হয় রেসট্রিকশন থাকা উচিত না। যদি প্লেয়ার ফিট থাকে, খেলতে যেতে পারে, তবে আমার মনে হয় ইনজুরিতে যেন না পড়ে, সেইদিকে খেয়াল রাখা উচিত।’