আজ ২৫শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ || ১১ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
মুহাম্মদ বোরহান উদ্দিন:
“আশেকানে আ’লা হযরত ইমাম আহমদ রেজা খান (রহ.) পরিষদ’র ব্যবস্থাপনায়- আরব রাষ্ট্র ইয়েমেনে হাদরামাউত অঞ্চলের তারীমস্থ বিশ্ববিখ্যাত ইসলামী শিক্ষা ও তাসাউফ শিক্ষা কেন্দ্র “দারুল মোস্তফা’র মিলনায়তনে মুজাদ্দিদে দ্বীনো মিল্লাত আ’লা হযরত ইমামে ইশকে ওয়াল মুহাব্বত ইমাম আহমদ রেজা খাঁন (রহ.) এর ১০২ তম ওফাতবার্ষিকী উপলক্ষে প্রায় ৩০টি রাষ্ট্রের ইসলামিক স্কলার ও শিক্ষার্থীদের অংশগ্রহণে আর্ন্তজাতিক আ’লা হযরত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কনফারেন্সে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন- আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বিশ্বের বিভিন্ন দেশের ইসলাম ও তাসাউফের দাওয়াত দাঈয়ী, ইয়েমেনের প্রখ্যাত স্কলার শায়খ মুসা কাজেম বিন জাফর আস্-সাগ্গাফ, আওলাদে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) দারুল মোস্তফার শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের সম্মানিত পরিচালক হাবিব আব্দুর রহমান বিন আলী মাশহুর, আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়খ হাবিব তাহের আত্তাস, দারুল মোস্তফার সিনিয়র উস্তাদ শায়খ মুখতার।
কনফারেন্সে আ’লা হযরত এর জীবন ও চরিতের উপর মূল প্রবন্ধ পাঠ করেন দারুল মোস্তফার শিক্ষক উস্তাদ আব্দুল আজিজ বিন আহমদ মাসউদী, আ’লা হযরতের বিভিন্ন কাসিদা থেকে গুরুত্বপূর্ণ ও নির্বাচিত অংশ উর্দুতে পরিবেশ করে তা আবরি ভাষায় অনুদিত উপস্থাপন করেন বাংলাদেশের মেধাবী শিক্ষার্থী মাওলানা মুহাম্মাদ মুহিব্বুল্লাহ সিদ্দিকী।
আরও উপস্থিত ছিলেন- দারুল মোস্তফার তানফিজী বিভাগের পরিচালক আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়খ হাবিব আলী বিন আব্দুল্লাহ, আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়খ হাবিব ওমর বিন আব্দুর রহমান, সিনিয়র উস্তাদ শায়খ আব্দুল্লাহ আলী, শায়খ ওমর আব্দুর রহমান আল-খাতীব, শায়খ মুতাহহির আস-সাগ্গাপ, হানাফী ফিকহের প্রধান উস্তাদ শায়খ ওসমান রমাদান, মালেকী ফিকহের শিক্ষক শায়খ ইবরাহীম সূদানী, ইলমুল কির’আত বিভাগের শায়খ মোস্তফা, উস্তাদ ত্বহা, উস্তাদ আওয়াদ বাখামিস, উস্তাদ আহমদ, এডমিন বিভাগের পরিচালক উস্তাদ আব্দুল কাদের গিলানী প্রমূখ।
বক্তারা বলেন- আ’লা হযরত ইমাম আহমদ রেজা (রহ.) ছিলেন নবীপ্রেমে বিভোর এক অদ্বিতীয় আশেকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাঁর লিখতি সহস্রাাধিক কিতাবাবলীর দিকে তাকালে যে কাউকে অবাক হতেই হবে।
মাত্র ৩০দিনে কুরআন হিফজ করা অসাধারণ এক মেধা সম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন। অনুষ্টানে বিশ্বের ৩টি ভাষায় আ’লা হযরতে সংক্ষিপ্ত জিবনী অনুদিত ও বিতরণ করা হয়।
কনফারেন্সে সঞ্চালনা করে দারুল মোস্তফার শিক্ষক উস্তাদ সাইয়্যেদ নিজার। কনফারেন্স শেষে দোয়া -মুনাজাত পরিচালনা করেন আওলাদে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ও তারীম শহরের অন্যতম শায়খ হাবিব আলীল হাদ্দাদ।
“আশেকানে আ’লা হযরত ইমাম আহমদ রেজা খান (রহ.) পরিষদ” উক্ত কনফারেন্সের একক স্পন্সর জনাব শামীম আহমদ তালুকদার (নিউইয়র্ক প্রবাসী)