বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

ঢাকা হবে সেফ সিটি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২২ মার্চ, ২০১৯
ঢাকাকে সেফ সিটির প্রকল্পের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
বৃহস্পতিবার দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকাকে সেফ সিটির প্রকল্পের আওতায় আনা হবে। এরই মধ্যে প্রকল্প বাস্তবায়নে আমাদের বিশেষজ্ঞরা কাজ শুরু করেছেন।  এ প্রজেক্ট হলে এখানে ক্রাইম, ট্রাফিক, ডিজাস্টার ও অগ্নিকাণ্ড নির্বাপন ব্যবস্থা অভূতপূর্ব উন্নয়ন হবে।  যেখানে সবার মধ্যে একটা সমন্বয় ঘটবে।
অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন,  আমাদের যে পরিমাণে রাস্তাঘাট দরকার সে পরিমাণে রাস্তাঘাট নেই।  তাই সড়কে শৃঙ্খলা আনতে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রতিদিন ঢাকায় দেড় শতাধিক নতুন গাড়ি রাস্তায় নামে।  কোন ধরনের দুর্ঘটনা ঘটলে আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি।  একই সঙ্গে আজ থেকে ট্রাফিক পুলিশ আরো সক্রিয় ভাবে সড়কে কাজ করবে।