আজ ১৬ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ || ২রা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
মোঃসোহেল,আনোয়ারা প্রতিনিধি:
আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী বাবু’র কবরে শ্রদ্ধা জানালেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদ্য সাংগঠনিক সম্পাদক শহিদুল হক চৌধুরী রাসেল।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে আনোয়ারা উপজেলার হাইলধর গ্রামে আখতারুজ্জামান চৌধুরী বাবু’র কবরে শ্রদ্ধা ও জিয়ারত করেন তিনি।
এসময়ে চট্টগ্রাম দক্ষিন জেলা যুবলীগের সভাপতি আ ফ ম টিপু সুলতান, আনোয়ারা উপজেলা যুবলীগের আহবায়ক শওকত ওসমান, যুগ্ম আহবায়ক অনুপম চক্রবর্তী বাবু, উপজেলা যুবলীগের সদস্য নিজামুল হক, এরশাদ আলী সোহেল, মোহাম্মদ ফোরকান, যুবলীগ নেতা মোহাম্মদ ফরিদ, নাছির উদ্দিন, রাসেল, মোহাম্মদ ইদ্রিছ, মিঠুন, ইলিয়াস, মাসুদ রানা, কায়সারসহ যুবলীগ ও অঙ্গসংগঠনের অনন্য নেতারা উপস্থিত ছিলেন।
কবর জিয়ারত ও পুস্পমাল্য অর্পণ শেষে আখতারুজ্জামান চৌধুরী বাবুর আত্মার শান্তি কামনা করে বিশেষ মুনাজাত করেন।