আজ ১৬ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ || ২রা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
মোঃসোহেল :অানোয়ারা প্রতিনিধি
অানোয়ারায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও পবিত্র ফাতেহায়ে ইয়াজদহম উপলক্ষে মিলাদ মাহফিল গতকাল বৃহঃবার হাজী মোহাম্মদ অানোয়ার হোসেন সওদাগরের পরিবারবর্গের অায়োজনে উত্তর ছৈয়দকুচাইয়া মরহুম বদিউল অালম মাস্টার এর পারিবারিক জানাযার মাঠে গাউছিয়া কমিটি বাংলাদেশ অানোয়ারা উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা ফজলুল করিম অানোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন পীরে ত্বরিকত অান্জুমানে রজভীয়া নুরীয়া ট্রাস্টের চেয়ারম্যান অাল্লামা অাবুল কাশেম নুরী,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মাওলানা নাজিম উদ্দিন নুরী, বিশেষ বক্তা মাওলানা মুহাম্মদ নাছির উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা এয়ার মোহাম্মদ অানোয়ারী,হেলাল উদ্দিন অানোয়ারী,অাবু নঈম,অাহমদ নুর অালকাদেরী, অাব্দুস সালাম তাহেরি সহ ধর্মপ্রাণ ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
মাহফিলে বক্তরা বলেন সমাজে যৌতুক, মাদক,জঙ্গিবাদের বিরুদ্ধে যুব সমাজদের এগিয়ে অাসতে হবে।সবাইকে অাল্লাহ ও তার রাসুলের পথে চলার অাহ্বান জানানো হয়।