আজ ১৬ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ || ২রা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
মো. এরশাদ আলম, লোহাগাড়া (চট্টগ্রাম)
চট্টগ্রামের লোহাগাড়ায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকারও বেশী ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
গতকাল বৃহস্পতিবার দিনগত রাত আনুমানিক ৪টার সময় উপজেলার পুটিবিলা এম চর হাট বাজারের আরমান আলী মার্কেটে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
সাতকানিয়া ফায়ার সার্ভিসের টিম এবং স্থানীয়রা ২ ঘণ্টার বেশি চেষ্টা চালিয়ে ভোর সাড়ে ৬ টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কিন্তু এ দু’ঘন্টায় ধাও ধাও আগুনের লেলিহানে পুড়ে ছাই হয়ে গেছে ১৭জন ব্যবসায়ীর সপ্ন। এই ১৭টি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে, মুদি দোকান, কসমেটিসকের দোকান , কাপড়ের দোকান, সেলুন , টেইলারিংয়ের দোকান, কুলিং কর্ণার, মোবাইলের দোকান এবং কর্মকারের দোকান।
গভীর রাতে কর্মকারের দোকানের কয়লার আগুন থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধরাণা করছে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা।
উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবিব জিতু বলেন, আমরা ঘটনাস্থলে পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের তালিকা করে তাদেরকে তালিকা অনুযায়ী আর্থিকভাবে সহযোগিতা করা হবে।