আজ ১৬ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ || ২রা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
মোঃসোহেল,আনোয়ারা প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে উপজেলার হাইলধর ইউনিয়নের তেকোটা গ্রাম থেকে ওয়ারেন্টভূক্ত মো. আশরাফুল ইসলাম (৩৫) ও তার স্ত্রী মোছাম্মৎ সুমি আকতার (১৯) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সে একই এলাকার মৃত নুরুজ্জামানের পুত্র। আশরাফুল ও সুমির বিরুদ্ধে গত ১৩ মে আশরাফুলের মা বাদী হয়ে থানায় মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেন থানার উপ-পুলিশ পরির্দশক মো. নয়ন মিয়া।
এছাড়াও অপর অভিযানে পরৈকোড়া ইউনিয়নের মৃত আলী হোসেন পুত্র মোহাম্মদ জুয়েল (২৪) ও বরুমছড়া ভরাচর গ্রামের মৃত মুন্সি মিয়ার পুত্র অজি আহমদ (৬০) নামে দুইজনকে গ্রেপ্তার করে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলাম সিকদার বলেন, বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকতৃদের মধ্যে তিনজন ওয়ারেন্টভূক্ত আসামী। তাদের আজ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।