রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

রাজশাহী বোর্ডে এবার এইচএসসিতে বসছে দেড় লাখ শিক্ষার্থী

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৭ মার্চ, ২০১৯

রাজশাহী শিক্ষা বোর্ড এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এবছর এই বোর্ডের অধিনে অনুষ্ঠিত এইচএসসিতে অংশ নিচ্ছে এক লাখ ৫০ হাজার ৯৫৪ জন শিক্ষার্থী।

মঙ্গলবার সকালে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আনারুল হক প্রামানিক এ তথ্য নিশ্চিত করে বলেন, গত বছরের তুলনায় প্রায় চার হাজার শিক্ষার্থী বেড়েছে। এ বছর ১৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর গত বছর ১ লাখ ৪১ হাজার ২৭৮ জন শিক্ষার্থী ছিলো।

তিনি বলেন, এ উপলক্ষে পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষাবোর্ড। পরীক্ষায় যাতে নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে ব্যাপারে কঠোর পদক্ষেপ নিয়েছে বোর্ড।

প্রশ্ন ফাঁসের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এবছর প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে। এইজন্য পরীক্ষাকেন্দ্রে ৩০ মিনিট পূর্বে পৌঁছার জন্য নির্দেশ দেয়া হয়েছে। ৩০ মিনিট পর পৌঁছালে কেন তার দেরি হলো, এই মর্মে নাম এন্ট্রি করা হবে। এছাড়া তার পরিবারের মোবাইল নম্বর, ঠিকানাসহ যাবতীয় তথ্য নেয়া হবে। এছাড়া দ্বিতীয় পরীক্ষায়ও তার উপস্থিতি দেরি হলে তার বিষয়ে খোঁজখবর নেয়া হবে।