আজ ২৫শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ || ১১ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
মহিউদ্দীন চৌধুরী,বিশেষ প্রতিনিধি:
পটিয়ায় ছনহরা ষোড়শী বালা উচ্চ বিদ্যালয় পটিয়া উপজেলা প্রশাসন আয়োজিত ৪২ তম জাতীয় বিজ্ঞান, প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলায় অংশ গ্রহণ করে ১ম স্থান অর্জন করেছে।
গতকাল এ উপলক্ষে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও আওয়ামী লীগ নেতা মো: ওসমান আলমদার বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের মিষ্টি বিতরণ করেন।
এবারের প্রতিপাদ্য বিষয় পরিবেশ সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি এর উপর প্লাস্টিক জাতীয় বর্জ্য পদার্থ থেকে পেট্রোলিয়াম উৎপাদন ও পরিবেশ বান্ধব হোম সিস্টেম প্রকল্প সফলভাবে উপস্থাপন করায় উপজেলা প্রশাসনের মূল্যায়নে এ বিদ্যালয় প্রথম স্থান অর্জন করে।
সংবর্ধনা সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম আবদুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ওসমান আলমদার। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মোহাম্মদ ইউনুছ, বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষিকা সুকৃতি রাণী দে, মো: বাহাদুর, প্রদীপ রায় মিত্র, নিবেদন বিশ্বাস, শিমুল কান্তি নাথ ও নাসরিন আকতার প্রমুখ। এসময় বক্তারা ছনহরা ষোড়শী বালা উচ্চ বিদ্যালয় বিজ্ঞান মেলায় ভালো ফলাফলের জন্য অংশ গ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, এখন আর মুখস্থ বিদ্যা নয়, হাতে কলমে প্রশিক্ষন গ্রহণের মাধ্যমে বিজ্ঞান ভিত্তিক সুন্দর আগামী জীবন গড়তে শিক্ষার্থীদেরকে উৎভাবনী চিন্তা চেতনায় আত্ম নিয়োগ করতে হবে।