আজ ২৫শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ || ১১ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
নিজস্ব প্রতিনিধি:
ঐতিহ্যবাহী দোহাজারী পৌরসভার একমাত্র নারী বিদ্যাপীঠ দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাথে অত্রবিদ্যালয়ে প্রতিষ্ঠাতা সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম খান সাথে মতবিনিময় ও আলোচনা সভা মঙ্গল বার সকালে বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক বিষ্ণু যশা চক্রবর্তী সঞ্চালনায় এবং অত্রবিদ্যালয়ে পরিচালনা কমিটির সভাপতি আলী আজম খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম খান। পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য নবাব আলী অভিভাবক সদস্য এসএম জামাল উদ্দীন মেম্বার, আমির হোসেন, সাংবাদিক এমএহামিদ, মহিলা সদস্য ছালেহা বেগম, শিক্ষক প্রতিনিধি আশীষ কুমার চৌধুরী, আছাদুল হক সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি হাফেজা বেগম।