আজ ১৬ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ || ২রা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
পটিয়া প্রতিনিধি:
পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের মির্জা পাড়ায় ভয়াবহ এক অগ্নিকান্ডে জাহেদ পোল্ট্রি ফার্ম নামে এক মুরগির ফার্ম সম্পূর্ণ রুপে পুড়ে ছাই হয়ে গেছে। এতে আড়াই হাজার ৮/৯ শ গ্রাম ওজনের মুরগি ও ৭০ বস্তা ফিড এবং সকল অবকাঠামো পুড়ে প্রায় ১০ লক্ষা টাকা ক্ষয় ক্ষতি হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টায় পটিয়ার আশিয়া মির্জা পাড়ায় জাহেদ পোল্টি ফার্মে রহস্য জনক অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এতে মুরগী ও ফিড সহ খামারের সব অবকাঠামো পুড়ে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি সাধিত হয়।
ফার্মের মালিক মুহাম্মদ জাহেদ বলেন, আমি ৫ টি এনজিও যথাক্রমে মমতা,, ইপসা, প্রত্যাশী টিএমএস ও হিট বাংলাদেশ থেকে ঋন নিয়ে এ খামার চালিয়ে যাচ্ছি। স্থানীয় কতৃক ইয়াবা সেবী প্রতিদিন খামারের পাশে ঘুরাঘুরি করে ও আমাদের অনুপুস্থিতে জুয়ার আড্ডায় লিপ্ত হয়। আমার আশংকা তারাই এ ঘটনা ঘটাতে পারে। এছাড়া ও গত দুইমাসে তারা আমাদের দোকান ও দুইবার চুরি করেছে। আমি বিষয়টি তদন্তের মাধ্যমে দোষিদের বিরুদ্বে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
প্রত্যক্ষদর্শী ফয়েজ আহমদ, মুহাম্মদ মুছা, মুহাম্মদ জয়নাল আবেদীন, নাছির উদ্দীন জানান, এখানে সন্ধ্যা নামলেই ইয়াবা ব্যবসায়ীদের দৌরাত্য বেড়ে যায়। এতে তারা মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়। আমরা এ ঘটনার সুষ্ট তদন্তের মাধ্যমে দোষিদের শাস্তি দাবী করছি।