আজ ২০শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
চন্দনাইশ প্রতিনিধিঃ
দক্ষিণ চট্টগ্রামের শ্রেষ্ঠ হাইওয়ে পুলিশ অফিসার হিসেবে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি কর্তৃক ‘বিজয় দিবস সম্মাননা-২০২০’ পেয়েছেন দোহাজারী হাইওয়ে থানার এ.এস.আই আদম আলী।
গত শনিবার (১৯ ডিসেম্বর) বিকালে রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ”বিজয় আমাদের অহংকার” শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন।
হায়দার আলীর সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন সাবেক তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মঈন উদ্দিন কাজল।