আজ ২০শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
নুরুল আমিন (চট্টগ্রাম) প্রতিনিধি:
“করবো বীমা, গড়বো দেশ উন্নয়নের বাংলাদেশ ডিজিটাল সেবায় আমরা এগিয়ে” এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে, দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় যমুনা লাইফ ইনসুরেন্স কোম্পানী লিমিটেডের মৃত্যু দাবী চেক হস্তান্তর ও বর্ষ সমাপনী সভা ২০২০ অনুষ্ঠিত হয়েছে।
১ই জানুয়ারি ২০২১ইং রোজ শুক্রবার বিকেলে কেরানীহাট মজিদ মার্কেট তৃতীয় তলায় সাংগঠনিক অফিস কার্যালয়ের সহকারি ব্যবস্থাপনা পরিচালক আন্জুমান আরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যমুনা লাইফ ইনসুরেন্স’র উপ-ব্যবস্থাপনা পরিচালক এস এম শামছুউদ্দীন, প্রধান আলোচক সিনিয়র -সহকারি ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন চৌধুরী, সাতকানিয়া উপজেলা কৃষকলীগের সিনিয়র সহসভাপতি আজাদ হোসেন চৌধুরী,নলুয়া মহিলা ইউপি সদস্য ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সদস্য রিফা চৌধুরী, কেওঁচিয়া মহিলা ইউপি সদস্য রোকেয়া বেগম, মুহাম্মদ সাইফুদ্দীন (আসিফ),মোহাম্মদ নাছির প্রমুখ।
আলোচনা শেষে মৃত বীমা গ্রাহক নারা বেগমের নমিনি ছেলে হেলালের কাছে চেক হস্তান্তর করা হয়।