আজ ২০শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
আবু তালেব আনচারী (চট্টগ্রাম) ব্যুরোঃ চট্টগ্রামের চন্দনাইশ প্রেসক্লাবের উদ্যোগে উপজেলার ১০ টি এতিম খানা ও মাদরাসায় ছাত্র-ছাত্রীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। উপজেলার হাশিমপুর ইউনিয়নের কেন্দ্রীয় যুবলীগ নেতা গিয়াস উদ্দিন সুজনের পৃষ্টপোষকতায় চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মো দলোয়ার হোসেনের আন্তরিক প্রচেষ্টায় গত সোমবার দিন ব্যাপী পৃথক পৃথক অনুষ্টানের মাধ্যমে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ উপলক্ষে সাতবাড়ীয়া ইউনিয়নের মোহম্মদখালী বন্দীশাহ মাজার মদ্রাসা প্রাঙ্গনে চন্দনাইশ প্রেসক্লাব সভাপতি এডভোকেট মো দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এক আলোচনা অনুষ্টিত হয় । এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ সভাপতি আবু তালেব আনচারী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো নুরুল আলমের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে আলোচনায় অংশ নেয় সাংবাদিক আজিমুশ শানুল হক দস্তগীর, জাহঙ্গীর চৌধুরী,মো মাইনুউদ্দিন. শহীদুল আলম,তিষান,মো আরপাত ,এতে উপস্থিত ছিলেন মাদ্রাসাপরিচালনা কমিটির সাধারন সম্পাদক মো করিম, আহামদ হোসেন,আবদুর রহমান,মো ইলিয়াছ হাফেজ মো হারুন আলোচনা শেষে হযরতবন্দীশাহ (রঃ) মাজার জেয়ারতে বিশেষ মুনাযাত পরিচালনা করেন হাফেজ মো মামুন।