শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল -|- ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

শ্রীমা সারদা দেবীর ১৬৮তম জন্মোৎসব উপলক্ষে চন্দনাইশ রামকৃষ্ণ সেবাশ্রম পক্ষ থেকে শীত-বস্ত্র বিতরণ

প্রকাশিত হয়েছে- বুধবার, ৬ জানুয়ারি, ২০২১

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার চন্দনাইশ জামিজুরী রামকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোগে গত ৫ জানুয়ারী বিকালে জামিজুরী রামকৃষ্ণ সেবাশ্রম মন্দিরে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষ একশতজন শীতার্ত দরিদ্র জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময়ে চন্দনাইশ দোহাজারী জামিজুরী রামকৃষ্ণ সেবাশ্রম এর সহ-সভাপতি ডাঃ সুনীল ভট্টাচার্যের সভাপতিত্বে, মাষ্টার রূপক ঘোষের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন দোহাজারী পৌরসভার প্রকোশলী শ্যামল সাহা।

প্রধান আলোচক ছিলেন, দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, রামকৃষ্ণ সেবাশ্রম চন্দনাইশের সাধারণ সম্পাদক বিষ্ণু যশা চক্রবর্তী, বিশেষ অতিথি চন্দনাইশ পূজা পরিষদ নেতা বিকাশ কান্তি দে, সহসাধারণ সম্পাদক সনজিত চক্রবর্ত্তী, দোহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল কৃষ্ণ ঘোষ, শিক্ষক রুপস চক্রবর্তী, দোহাজারী জামিজুরী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিলন ধর, এড.সুমন সরকার, প্রবীন দাশ সুমন, রনজিত দাশ,দীপক কান্তি ঘোষ,কৃষ্ণ ঘোষ, প্রদীপ দাশ, বাপ্পি দাশ, ঝন্না ভট্টাচার্য, বীণাপানি ভট্টাচার্য, বহ্নিশিখা মজুমদার উপস্থিত ছিলেন।

এই সময়ে বিষ্ণু যশা চক্রবর্ত্তী বলেন, মানুষের পরম ধর্ম হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো, মানুষের প্রতি মানুষের ভালোবাসা শ্রদ্ধা সম্মান। এই জগতে সৃষ্টিকর্তা একজন, আমরা কেউ আল্লাহ্, কেউ ভগবান, কেউ গড নামে ডাকি। যে যেভাবে ডাকে সৃষ্টিকর্তা সেভাবে সাড়া দেন। তিনি আরো বলেন শ্রীমা সারদা দেবীর অমেয় বাণী -“পৃথিবীতে যদি শান্তিতে থাকতে চাও তবে কারও দোষ দেখো না, দোষ দেখবে সর্বদা নিজের”।

এই সময়ে মুসলমান হিন্দু বৌদ্ধ প্রায় একশতজনকে উন্নত মানের কম্বল ও চাদর বিতরণ করা হয়।