আজ ১৬ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ || ২রা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
আনোয়ারা প্রতিনিধি:
দ্রব্যমূল্যর অস্বাভাবিক বৃদ্ধি, বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ, পৌর নির্বাচনে নির্বাচন কমিশনের ব্যর্থতা এবং তাদের পদত্যাগের দাবিতে চট্টগ্রামের আনোয়ারায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার (৭ জানুয়ারী) দুপুরে উপজেলার চাতরী চৌমুহনী বাজারে কেন্দ্রীয় বিএনপির নির্দেশে দেশে দ্রব্যমূল্যর অস্বাভাবিক বৃদ্ধি, বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ, পৌর নির্বাচনে নির্বাচন কমিশনের ব্যর্থতা এবং তাদের পদত্যাগের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাসান চৌধুরী চেয়ারমানের সভাপতিত্বে ও সাবেক সাধারন সম্পাদক রফিক আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হেলাল উদ্দিন।
এতে আরো উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সরোয়ার হোসেন, বিএনপি নেতা মোজাম্মেল হক, রফিক ডিলার, আবু বক্কর, আলমগীর হোসেন, ফোরকান মেম্বার, আজিজুল হক, মনছফ আলী, নুর ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মনসুর, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারন সম্পাদক, গাজী ফোরকান, সমাজ কল্যাণ সম্পাদক আবু তৈয়ব মাহির, যুবদল নেতা নুরুল আলম, আমিন, টিপু, মোস্তাক, মহরম আলী, ওসমান সিকদার, সোহেল, জলিল, ইসলাম, সুমন। উপজেলা ছাত্রদল নেতা আরিফ, ওয়াহেদ সুমন, হাসান জাহাঙ্গীর, এস. এম রহিম। কলেজ ছাত্রদল নেতা বোরহান, মালেক, শফিউল, আরফাত, জুয়েল, হান্নান, ছোটন, আশিক, স্বেচ্ছাসেবক দল নেতা ছৈয়দ, মুছা, হাসান, রুবেল, বাবলু, ইমাম শরীফ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।