আজ ২০শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
সোহেল,আনোয়ারা প্রতিনিধি:
মারকাযে এশায়েতে আহলে সুন্নাত বাংলাদেশ-র পৃষ্ঠপোষক এবং আশেকানে পাক পাঞ্জেতন আখতার রজা সুন্নিয়া ট্রাস্ট-র চেয়ারম্যান গোলামে আহলে বাইতে রাসূল (দঃ) পীরজাদা মীর মুহাম্মদ মঈনুদ্দিন নূরী সিদ্দিকী আল কুরাইশী এর খোশরোজ শরীফ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় নাসিরাবাদস্থ রুবি গেইট নূরিয়া বিষু দরবার শরীফে খোশরোজ শরীফ অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন মারকাযে এশায়েতে আহলে সুন্নাত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদস্যরা ও বিভিন্ন শাখার সদস্যরা এবং দেশ বরেণ্য উলামা কেরামগণ।
উক্ত খোশরোজ শরীফে প্রফেসর ড. মুহাম্মদ মাসউদ আহমদ নক্সাবন্দী আল মুজাদ্দেদী (রহঃ) এর রচিত কিতাব “ঈদো কি ঈদ” এর বাংলা অনুবাদ “শ্রেষ্ঠ খুশি’, ইংরেজি অনুবাদ ” The Great Joy’ এবং আরবী অনুবাদ “আফজালুল ঈদ” এর মোড়ক উন্মোচন করা হয়।
বাংলা ভাষায় অনুবাদ করেন হযরত শাহ্ সূফী আলী রজা কানু শাহ (রহঃ) এর আওলাদ গোলামে আহলে বাইতে রাসূল (দঃ) পীরজাদা মীর মুহাম্মদ মঈনুদ্দিন নূরী সিদ্দিকী আল কুরাইশী (দাঃবাঃআ)।
পীরজাদা মীর মুহাম্মদ মঈনুদ্দিন নূরী সিদ্দিকী আল কুরাইশী বলেন, প্রফেসর ড. মাসউদ আহমেদ নক্সাবন্দী আল মুজাদ্দেদী (রহঃ) ৮০০০ এর বেশি প্রবন্ধ এবং ৮৭০টি কিতাব রচনা করেন। তিনি ইমাম আহমেদ রেজা খান (রহঃ) এর উপর সবচাইতে বেশি গবেষণা করেন এবং ২৭টি কিতাব রচনা করেন।
প্রফেসর ড. মাসউদ আহমেদ নক্সাবন্দী আল মুজাদ্দেদী (রহঃ) এর মূল্যবান একটা বানী হচ্ছে, ‘শরীয়ত এর ক্ষেত্রে কাউকে অন্ধ অনুসরণ বা অন্ধ ভালবাসা গোমরাহ করতে পারে।
শেষে মুনাজাত ও তবারক বিতরণ এর মাধ্যমে খোশরোজ শরীফ সমাপ্ত হয়।