রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

রাঙ্গুনিয়ায় পৃথক অভিযানে ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ২

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯

রাঙ্গুনীয়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পৃথক অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে তাঁদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে সরফভাটা ইউনিয়নের ইত্যাদি মোড় এলাকা থেকে মো. রাকিব ইসলাম (২০) নামে একজনকে একটি দেশীয় তৈরী এলজি ও দুই রাউন্ড কার্তুজসহ আটক করে পুলিশ। সে পশ্চিম সরফভাটা ৫ নম্বর ওয়ার্ডের গঞ্জম আলী সরকার বাড়ির মাহবুবুল আলমের ছেলে। রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক সুমন কুমার দে বলেন, অস্ত্র ও গুলিসহ রাকিবকে আটক করার সময় তার অন্য দুই সহযোগী পালিয়ে যায়। রাকিবের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এদিকে, একই রাতে প্রমোদ বড়ুয়া (২৪) নামে একজনকে ২৫ পিস ইয়াবাসহ দক্ষিণ রাজা নগর ইউনিয়নের মসজিদ ভিটা মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার বাড়িও একই এলাকায়। থানার উপপরিদর্শক সুব্রত চৌধুরী বলেন, গোপন সংবাদে প্রমোদ বড়–য়াকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা হয়েছে।