আজ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
মাঈন উদ্দীন: চন্দনাইশ প্রতিনিধি
চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের পূর্ব এলাহাবাদ ৯ নং ওয়ার্ডের বাবুল পাড়া গ্রামের মৃত ইসলাম মিস্ত্রীর ২য় পুত্র ট্রাক ড্রাইভার মোহাম্মদ রফিক (৩৬) আরেক ড্রাইভারের হামলায় খুন হয়েছে।ঘটনাসূত্রে জানা যায়, ১৫ ই এপ্রিল রাত ১২টার সময় কাঞ্চনাবাদের পূর্বপাশে পাহাড়ে ইট ভাটার মাটি কাটার সময় রফিকের গাড়ি মোহাম্মদ জয়নাবের গাড়ির পিছেন দিয়ে হঠাৎ ব্রেকের কারণে সংঘর্ষ হয়,এতে উভয়ের গাড়ির গ্লাসের ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনা নিয়ে পরের দিন ১৬ই এপ্রিল রাত ১২টার দিকে ঘাতক জয়নাবের বাড়ির সামনে নতুন পাড়া চায়ের দোকানের সামনে জনসম্মুখে চায়ের দোকান থেকে চাকু দিয়ে হামলা করার চেষ্টা করে এলাকার লোকজনের কারণে ব্যর্থ হয়।এক পর্যায়ে এলাকাবাসী ঝগড়ার মিটমাট করে পাঠিয়ে দেয়।পরে রাত ৩টার দিকে রফিক বাড়িতে পথে রওনা দেওয়ার সময় জমির মাঝখান এলাকায় ঘাতক জয়নাব দুবৃত্তসহ রফিককে মারধর করে এবং এক পর্যায়ে হাতুড়ি দিয়ে মাথায় পেছন দিকে সজোরে আঘাত খেয়ে প্রাণ রক্ষার্থে বাড়ির দিকে রওনা হয়।বাড়িতে গিয়ে তার স্ত্রী সেইফুর নাহারকে জানায়, সত্তারের পুত্র জয়নাব আলি (২৭) কিছু সঙ্গী দুবৃত্ত নিয়ে থাকে আসার পথে তার উপর হামলা করে। এই বিষয় জানিয়ে তার নিজ বাড়ির বিছানায় শুয়ে পড়লে কান দিয়ে রক্তক্ষরণ অবস্থায় রাত ৩ টা ৪৫ মিনিটে মারা যায়।মঙ্গলবার (১৭ই এপ্রিল) ঘটনাস্থল পরিদর্শন করে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী জানায় গাড়ির সংঘর্ষ বিষয় নিয়ে রফিকের ওপর হামলা করে। নিহত রফিকের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করেন,হামলাকারীকে ধরার প্রচেষ্টা চালাচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।