আজ ১লা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
আরিফুল ইসলাম,নিজস্ব প্রতিনিধি:
বান্দরবান বাস স্টেশনের কাছাকাছি কসাই পাড়ায় ট্রাক ও কারের মুখোমুখি সংঘর্ষে ৬জন গুরুতর আহত হয়েছে।
শুক্রবার সন্ধা ৭ টায় এ দূর্ঘটনা ঘটে।দূর্ঘটনায় আহতরা হলো চট্টগ্রামের হালিশহর থানার মো ফারুখ (৩২),আনোয়ার হোসেন (৪৫), মো রিয়াদ(৩৪), মো পাহাদ হোসেন (৪০), নসির মেহেদী চৌধুরী (৩০), অপর ব্যক্তির নাম জানা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জনাায়, পাথর বোঝাই একটি ট্রাক উপর থেকে বাস স্টেশনের উল্টো দিক দিয়ে নামার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে অপরদিক থেকে চট্টগ্রাম মুখী মাইক্রো কারের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে তাৎক্ষনিকভাবে ট্রাকের আঘাতে ঘটনাস্থলে ৬জন গুরুতর আহত হয়।
পরবর্তীতে ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনীর সহায়তায় তাদের কে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে আহত ব্যক্তিরা বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে
এবিষয়ে বান্দরবান সদর থানার ওসি শহিদুল ইসলাম চৌধুরী জানান, দূর্ঘটনার কারণ জানার চেষ্টা করছি। তবে যান্ত্রিক ত্রুটির কারণে গাড়ির ব্রেকফেল হওয়াতে এ দূর্ঘটনা হয়েছে বলে জানা গেছে।