আজ ১লা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
আবু তালেব আনচারী, চট্টগ্রাম ব্যুরো:
চন্দনাইশ উপজেলার দোহাজারীতে ৩ হাজার পিস ইয়াবাসহ সাইদুুর রহমান ওরফে শাহেদ (২৩) নামে এক ইয়াবা ব্যাসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে। আটক শাহেদ কক্সবাজার জেলার রামু থানার উত্তর খুনিয়া পালং এলাকার মৃত আব্দুছ ছালাম ড্রাইভারের ছেলে।
পুলিশ জানায়, গোপন খবরে শনিবার রাত সাড়ে ১০টার দিকে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের আই.সি (পুলিশ পরিদর্শক) মো. আব্দুল হালিম সঙ্গীয় অফিসার-ফোর্সসহ পৌরসভার ডিডিএল টাওয়ারের সামনে চেকপোস্ট বসায়। পরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ওই চেকপোস্টে চট্টগ্রামগামী একটি পিকআপ (চট্টঃ মেট্টোঃ-ন-১১-৬৮২৪) তল্লাশি করে ৩ হাজার পিস ইয়াবাসহ সাইদুর রহমান ওরফে শাহেদকে গ্রেপ্তার করা হয়। একই সময় মাদক বহনের কাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দীন সরকার ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, “আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ইয়াবা বহনকাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।