আজ ১লা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
আনোয়ারা প্রতিনিধি:
প্রতি বছরের ন্যায় আনোয়ারা বরুমচড়া ইউনিয়নের ২ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা আওয়ামীলীগ নেতা, আখতারুজ্জামান সেন্টার দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি আজিজুল হক নসু ।
রবিবার (২৪ জানুয়ারী) সকালে উপজেলার বরুমচড়া ফুলগাজী চৌধুরী বাড়িতে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ইসি চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রণি ও পরিচালক আসিফুজ্জামান চৌধুরী জিমির পক্ষে এসব কম্বল বিতরণ করেন।
এসময় হেফাজুতুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বরুমচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেলিম, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ নজির আহমদ ভেট্টা, সভাপতি মো. ফোরকান, আওয়ামীলীগ নেতা নসির মিয়া, ফরিদ উদ্দিন, হাসান উদ্দিন মনা, শরফুদ্দিন, নুরুল হক ও মোহাম্মদ পারভেজ সহ আরও অনেক।