আজ ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
মো. এরশাদ আলম, লোহাগাড়া (চট্টগ্রাম)
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ৩নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক মো. এহেছানুল হকের পৃষ্ঠপোষকতায় ছমদ আলী মুন্সির পাড়া (সিকদার পাড়া) প্রিমিয়ার লীগের আয়োজনে মরহুম আমানুল হক স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২১’এর শুভ উদ্বোধন করা হয়েছে।
(১ফেব্রুয়ারী) সোমবার সন্ধ্যায় ছমদ আলী মুন্সির পাড়া (সিকদার পাড়া) মাঠ প্রাঙ্গণে জমজমাট এ শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন, উত্তর আমিরাবাদ চট্টলা পাড়া ক্রিকেট একাদশ বনাম পশ্চিম পদুয়া ক্রিকেট একাদশ।
এলাকার প্রবীণ মুরব্বি শফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পদুয়া ইউপির চেয়ারম্যান জহির উদ্দিন। জমজমাট এ টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন ওয়াফা চ্যারিটি অর্গানাইজেশনের চেয়ারম্যান মুজিবুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা রশীদ আহমদ, ৩নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মো. এহেছানুল হক, সমদ আলী সিকদার পাড়ার কৃতি সন্তান মো.আব্দুল গফ্ফার (আনোয়ার), জসিম উদ্দিন, শাহাব উদ্দিন, নাছিমুল গণি বাচ্চু, নোমান খালেদ, মাওলানা আকতার, মোজাম্মেল হকসহ এলাকার মান্যগণ্য মুরব্বীগণ।
খেলায় ধারাভাষ্যকার ছিলেন, লোহাগাড়ার জনপ্রিয় ধারাভাষ্যকার মো. অনির্বাণ কায়সার।
উদ্বোধনীয় খেলায় পশ্চিম পদুয়া ক্রিকেট একাদশকে হারিয়ে বিজয়ী হন উত্তর আমিরাবাদ চট্টলা পাড়া ক্রিকেট একাদশ।