আজ ২৬শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
চন্দনাইশ প্রতিনিধি:
চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের রওশনহাট ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান, পরিচিতি সভা ও আজিমুশ্শান শফিউল মুজনেবিন (সঃ) মাহফিল গত সোমবার (১লা ফেব্রয়ারি) রাতে রওশনহাট বাজার মাঠে নবগঠিত ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মফিজুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুর শুক্কুর কোম্পানী, নুরুল হাকিম কোম্পানী।
আজিমুশ্শান শফিউল মুজনেবিন (সঃ) মাহফিলে বয়ান করেন মওলানা শায়খ আল্লামা হাফেজ ক্বারী মুফতি গোলাম কিবরিয়া, মওলানা জহুরুল আলম জিহাদী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রওশনহাট ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ মফিজুল আলম, সিনিয়র সহ-সভাপতি মো. ফয়েজ উল্লাহ, সহ-সভাপতি যথাক্রমে মোঃ আলী আজগর, মো. নুরুল আবছার, মোঃ আবদুল মোনাফ, মোঃ মইনদ্দীন, মোঃ রেজাউল করিম, সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মো. আলমগীর, সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুল হামিদ, অর্থ সম্পাদক মো. সোহেল রানা ,সহ-অর্থ সম্পাদক কবির আহমদ, কার্যকরি সদস্য মো. হোসেন, মো. আবদুল করিমসহ নবনির্বাচিত সকল সদস্য, বাজারের সকল ব্যবসায়ী বৃন্দ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবনির্বাচিত সকল সদস্য ও অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মাহফিল শেষে নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান, পরিচিতি সভা ও সকলের জন্য নৈশভোজের ব্যবস্থা করা হয়।