আজ ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ || ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
সাংবাদিক নির্যাতনের প্রতিবাদী
কবিতা
এম এস রহমান আদিল।
আয় সাংবাদিকরা,
আয় কলম সৈনিকরা,
বি এম এস এফে যাই।
বিএম এস এফের ১৪ দফা
দাবি গুলো পূর্ণ করতে চাই।
সত্য কথা লিখব আমরা
যতই করুক হামলা,
হবনা কবু পিছ পা
আমরা
যতই করুক
নির্যাতন আর মামলা।
দেখাক যত ভয় ভীতি
ভয় করিনি আমরা।
“কলম দিয়ে লিখব আমরা
ক্যামেরা দিয়ে দেখাব ”
১৪ দফা দাবি গুলো
আমরাই পূর্ণ করব।