আজ ২৬শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
আনোয়ারা প্রতিনিধি:
আনোয়ারা বটতলী শাহ মোহছেন আউলিয়া রহঃ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুহাম্মদ নুরুল ইসলাম আর নেই। সোমবার (১৫ ফেব্রুয়ারী) সকাল ৭টা ৪৫ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর অকাল মৃত্যুতে বটতলী স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, মাষ্টার মুহাম্মদ নুরুল ইসলাম দীর্ঘদিন যাবৎ জটিল রোগে ভূগছিলেন। গতকাল তার শরীরের অবস্থা অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে মা, স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কাজে জড়িত ছিলেন তিনি।
সোমবার বাদে আছর বটতলী শাহ মোহছেন আউলিয়া (রহঃ) মাজার মাঠ প্রাঙ্গণে জানাজা শেষে বটতলী মাঝরপাড়া এলাকার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। প্রিয় স্যারকে শেষ বিদায় জানাতে জানাজায় যোগদেন হাজারো ছাত্র, কর্মস্থলের সহকর্মী, জনপ্রতিনিধি ও স্থানীয়রা।
এডভোকেট ইমরান হোসেন বাবু বলেন, স্কুল জীবনে স্যার থেকে স্নেহ, শাসন, অনুপ্রেরণা ও ভালোবাসায় বটবৃক্ষের ছায়া পেয়েছিলাম৷ আমরা আজ এই প্রিয় স্যারকে হারিয়েছি। শুধু স্যারকে হারায়নি হারিয়েছি একজন শিক্ষার বাতিঘরকে। আমাদের ২০০২-ব্যাচের পক্ষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ স্যারকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন…আমিন।