আজ ২৬শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
মহিউদ্দীন চৌধুরী,বিশেষ প্রতিনিধি:
পটিয়ার ঐতিহ্যবাহি ছনহরা ষোড়শী বালা উচ্চ বিদ্যালয়ে এস,এস,সি (সাধারন ও ভোকেশনাল) পরীক্ষার্থীদের লেখাপড়ার মানউন্নয়ন বিষয়ে অভিভাবক সমাবেশ প্রধান শিক্ষক কে এম আবদুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ছনহরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ওসমান আলমদার।
বিশেষ অতিথি ছিলেন অভিভাবক সদস্য রতন বিশ্বাস, মুজিবুর রহমান, সুকৃতি রানী দে, অলকেশ কুমার দাশ, হোছনে আরা বেগম, নিবেদন বিশ্বাস, শিমুল কান্তি নাথ, খাইরুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বিদ্যালয়ের লেখাপড়ার মান উন্নয়নের পাশাপাশি সহ পাঠ-ক্রমিক শিক্ষায় বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে বিজ্ঞান মেলায় ছনহরা ষোড়শী বালা উচ্চ বিদ্যালয় পটিয়া উপজেলায় প্রথম স্থান এবং চট্টগ্রাম জেলায় ২য় স্থান অর্জন করার গৌরব অর্জন করেন।