আজ ২৬শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
আনোয়ারা প্রতিনিধি:
যথাযথ ভাবগাম্ভীর্য ও মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে কর্ণফুলী উপজেলা বড়উঠান ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ।
রবিবার (২১ ফেব্রুয়ারি) সকালে যৌথ উদ্যোগে উপজেলার মিয়ার হাট মোড় থেকে কয়েক শতাধিক নেতাকর্মী নিয়ে একটি র্যালী বের করে ৪ কিলোমিটার সড়ক প্রদক্ষিন শেষে দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয় এবং ভাষা শহীদদের স্মরণে স্কুলের শহীদ মিনারে পুস্পাস্তবক অর্পণ করেন।
এসময় বড়উঠান ইউনিয়ন যুবলীগের আহবায়ক বাহাদুর খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ খান আরজু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সেলিম উদ্দিন, যুবলীগ নেতা মনসুর, বাবুল, কাইছার, তারেক, ইউনিয়ন ছাত্রলীগ নেতা রকিব, রাসেল, জাকারিয়া, তৈয়ব, সালাউদ্দিন, জনি, বেলাল, আরমান, রাকিব, সাউন, হুমায়ুন ও মিনহাজ প্রমুখ।