আজ ২৬শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
আনোয়ারা প্রতিনিধি:
আনোয়ারায় শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ২০ ফেব্রুয়ারি বিকালে পারকী সৈকতের লুসাই পার্কের পিকনিক স্পটে এক মনোরম পরিবেশে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ওষখাইন শাহ আলী রজা (রহ.) আলীম মাদ্রাসার পরিচালক শাহজাদা মাওলানা আব্দুল কাদেও চাঁদ মিয়া,প্রধান অতিথি ছিলেন বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ।
সংবর্ধেয় অতিথিরা হলেন সমাজসেবক মুহাম্মদ মুজিবুর রহমান, গাউসিয়া কমিটি নিয়ইয়র্ক শাখার অর্থ স¤পাদক মুহাম্মদ মনিরুল ইসলাম চৌধুরী, আওয়ামীলীগ নেতা এম এ রশিদ, ওষখাইন দরবার শরীফের সাজ্জাদানশীন শাহজাদা মাওলানা নিজাম উদ্দিন সিদ্দিকী। শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তির কেন্দ্র প্রধান মাস্টার মুহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সৈয়দ মুহাম্মদ গোলাম কিবরিয়া, বিশেষ বক্তা ছিলেন জাবেদ আহমদ খান জাকি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা কাজী বদরুজ্জামান নঈমী,হাফেজ মুহাম্মদ আব্দুর রহিম, মাস্টার আব্দুল হালিম চৌধুরী, মুহাম্মদ আবুল বশর, মুহাম্মদ মোরশেদ আলম মুন্সি, মুহাম্মদ ছবুর, মুহাম্মদ সেলিম উদ্দিন, মুহাম্মদ শেখ সেলিম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এম এ কাইয়ুম শাহ বলেন, বর্তমান সময়টা ছাত্রদের জন্য খুবই সংকটপূর্ণ। অভিবাবকদের নিজ সন্তানদের অন্যান্য সময়ের চেয়ে আরো অনেক বেশি কেয়ার করতে হবে। দু:খের সাথে লক্ষ্য করেছি, বর্তমানে অভিবাবকরা সন্তানদেরকে মাদকের কাজে ব্যবহার করছে। সন্তানদের শুধু শিক্ষিত নয় সুশিক্ষিত হিসেবে গড়ে তুলুন। সাধারণ খেটে খাওয়া মানুষগুলো দুর্ণীতি করেনা। দূর্ণীতি করে প্রতিষ্ঠিত শিক্ষিতরা। তাই এই ধারা থেকে আমাদের বের হয়ে আসতে হবে।