আজ ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ || ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
মহিউদ্দীন চৌধুরী,বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া উপজেলার আলমদার পাড়ায় শাহ জব্বারিয়া তরুণ সংঘের উদ্যােগে ফোর জি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল সকালে বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে শাহ জব্বারিয়া তরুণ সংঘের সভাপতি মোঃ রাশেদ ফারুক আলমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বায়তুশ শরফ কমপ্লেক্সের পরিচালনা কমিটির সভাপতি কাজী জসিম উদ্দিন।বিশেষ অতিথি ছিলেন বায়তুশ শরফ কমপ্লেক্সের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক মাকসুদ আলম আলমদার, মোহাম্মদ বাবুল চৌধুরী, রহমত উল্লাহ চৌধুরী, মাওলানা এম,এ রহিম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দেশের যুব সমাজকে অবক্ষয়ের হাত থেকে উদ্ধার করতে সর্বত্র ক্রীড়ার চর্চা করতে হবে। ক্রীড়া শুধু শরীর মনকে সতেজ করে না পরস্পর মৈত্রী গড়ে তুলে। এলাকায়-এলাকায় সৌর্হদ্য সম্প্রীতি গড়তে খেলাধূলায় সকলকে ক্রীড়া মুখী করতে হবে।