আজ ১২ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ || ২৯শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
সোহেল:আনোয়ারা প্রতিনিধিঃ
আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে দক্ষিন ইছাখালী গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১ মার্চ)বিকালে তারা পুকুরের পানিতে ডুবে মারা যায়।
মারা যাওয়া দুই শিশু হলো– ওই গ্রামের আব্দুল হক মাস্টারের ছেলে ওয়াহিদুল আলম বুলবুলের মেয়ে রিতু আকতার(৮) এবং পুত্র শহিদ(৩) ৪ ভাই বোনের মাঝে রিতু আকতার, শহিদ প্রথম ও তৃতীয় সন্তান
(সকাল ৮ থেকে দুপুর ২ টা)
নিকটতম অাত্মীয় সালামত জানান, আগে ছোটভাই শহিদ পুকুরে পড়ে গেলে বড় বোন রিতু আক্তার ভাইকে বাচাঁতে পুকুরে ঝাপ দে ঐ মূহুর্তে শহিদ পানিতে ডুবে যায় স্বজনরা রিতুকে পানি থেকে তুলে আনে। ছোটভাইকে বাড়িতে খুঁজাখুঁজি করে না ফেলে প্রতিবেশী এক প্রতিবন্ধী শিশু পুকুরে দেখিয়ে দিলে শহিদকে মৃত অবস্থায় একই পুকুর থেকে উদ্বার করে।তাদের আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে।
নিহত রিতু আকতার দক্ষিন ইছাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর একজন মেধাবী ছাত্রী।
দুটি ছোট্ট শিশুর মর্মান্তিক মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজনসহ পুরো দক্ষিন ইছাখালী গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।