আজ ১১ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ || ২৮শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
মহিউদ্দীন চৌধুরী,বিশেষ প্রতিনিধি:
পটিয়ায় কম্পিউটার ও ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার “শাহানাজ আলী কম্পিউটার ইনস্টিটিউট বাংলাদেশ” বাহুলী শাহচান্দ আউলিয়া মাদ্রাসা মার্কেট ২য় তলায় শুক্রবার বিকালে শুভ উদ্ভোধন করা হয়েছে।
এতে উদ্বোধক ছিলেন দৈনিক প্রথম আলোর সাংবাদিক আব্দুর রাজ্জাক, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিন জেলা যুবলীগের সদস্য জয়ানাল আবেদিন রাসেল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি রুবেল দাশ বাবু, চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রলীগের ত্রান ও দূর্যোগ বিষয়ক উপ-সম্পাদক অজয় শীল, দক্ষিণ জেলা ছাএলীগের সহ সম্পাদক জিকু, যুবনেতা বাবলু, পৌরসভা ছাত্রলীগ নেতা পার্থ দাশ, রোকন উদ্দীন, পটিয়া কলেজ ছাত্রলীগ নেতা মোর্শেদ তালুকদার রিদুয়ান, আরমান, রিসাদ, ছলিম উল্লাহ, উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে উপস্থিত ছিলেন হাফেজ তাজু, ফারহান, রাজু, রাজিব, মুন্না, ফাহিম, শহিদ, ফারুক, রিফাত, আজগর, সাদি, আবদুল্লাহ, শাহেদ, আবির, আশরাফ প্রমুখ!
প্রতিষ্ঠানের পরিচালক জনাব মুহাম্মদ আমানত উল্লাহ চৌধুরী (এস.এম. আদনান) পটিয়ার বেকার যুবক/যুবতী ভাই/বোন ও পটিয়ার কৃতি ছাত্র/ছাত্রীদের উদ্দেশ্যে বলেন বর্তমান অনলাইন দুনিয়ায় ফ্রিল্যান্সিং এর কোন বিকল্প নেই।
তিনি আরো বলেন, শাহানাজ আলী কম্পিউটার ইনস্টিটিউট বাংলাদেশ পটিয়াকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ভিত্তিক সেবাদান ও রোল মডেল করার লক্ষ্যে কম্পিউটার ও ফ্রিল্যান্সিং এর বিভিন্ন কোর্স শিক্ষা দেওয়ার বিষয়ে অঙ্গীকার বদ্ধ।