আজ ১২ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ || ২৯শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
মহিউদ্দীন চৌধুরী,বিশেষ প্রতিনিধি:
১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ১০১তম জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উপলক্ষে আইন কলেজ ছাত্রলীগ নেত্রী ও তরুণ সমাজ সেবক জেসমিন আক্তার জেসি’র পরিচালনায় জন্মদিনের কেক কাটা ও ১২নং সরাইপাড়া ওয়ার্ডের অন্তর্গত বারকোয়াটার ডায়মন্ড ক্লাব সংলগ্ন এলাকা সুবিধা বঞ্চিত ও দুঃস্থ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জাবেদ হোসেন, নাসরিন আক্তার, রুবেল হোসেন, রাফায়েত আরেফিন তারেক, শাকিল, সাকিব, ইমন প্রমুখ।
এসময় জেসমিন আক্তার জেসি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ এক ও অভিন্ন সূত্রে গাঁথা। বঙ্গবন্ধু বাঙালি জাতির মুক্তির মহানায়ক, তাঁকে বাদ দিয়ে বাঙালির কোন ইতিহাস হয় না।