আজ ১২ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ || ২৯শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
আনোয়ারা প্রতিনিধি:
আনোয়ারায় স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বর্ষীয়ান রাজনীতিবিদ প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবু এমপি স্বাধীনতা পুরষ্কার ২০২১ মরণোত্তর ভূষিত ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মার্চ) বিকেলে উপজেলার কালাবিবি দিঘির মোড়ে বারখাইন ইউনিয়ন আওয়ামীলীগ আলোচনা সভার আয়োজন করেন।
আলোচনা সভায় বারখাইন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ খোরশেদুল আলম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী। সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ মালেক, বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নজরুল আনসারী মুজিব, সদস্য হাসনাইন জলিল চৌধুরী শাকিল ও জয়নাল আবেদীন হেলাল সহ উপজেলা-ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা।
বক্তারা বলেন, ছাত্র রাজনীতির শুরু থেকেই বঙ্গবন্ধু অত্যন্ত সাহসী ও দেশপ্রেমিক ছিলেন। তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। তিনিই বাংলাদশের স্বাধীনতার রুপকার। আজকে তার যোগ্য উত্তরসূরী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।
বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধুর ডাকে স্বাধীনতা অর্জনের সুবর্ণজয়ন্তীতে আনোয়ারা-কর্ণফুলী তথা চট্টগ্রামের মাটি ও মানুষের নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবু এমপি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্ষেত্রে স্বাধীনতা পুরস্কার ২০২১ মরণোত্তর ভূষিত হয়েছে। এটি আমাদের জন্য গর্ব ও আনন্দের। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। মুক্তিযুদ্ধকালে তার ভূমিকা ছিল অন্যতম।