আজ ১২ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ || ২৯শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
মহিউদ্দীন চৌধুরী,বিশেষ প্রতিনিধি:
পটিয়ার ছনহরা ষোড়শীবালা উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ পূর্বক প্রধান শিক্ষক কে,এম আব্দুল গনির সভাপতিত্বে উদযাপন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করেন শিক্ষার্থী রবিউল হাসান, পুষ্পিতা ঘোষ ও তুন্না বড়ুয়া।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছনহরা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ওসমান আলামদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য ও এবং প্রতিষ্ঠাতার জ্যেষ্ঠ সন্তান বাবু বিভূ চক্রবর্তী, ম্যানেজিং কমিটির সদস্য বাবু উত্তম কুমার বৈদ্য, ছনহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ ইয়াকুব আলী এবং ছনহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি অধ্যাপক বাবু সুধীর দাশ এবং প্রতিষ্ঠাতার কনিষ্ঠ ছেলে ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বাবু সঞ্জীব চক্রবর্তী।
আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা সুকৃতি রানী দে, সিনিয়র শিক্ষক অলকেশ কুমার দাস, খাইরুল ইসলাম, শিমুল নাথ, নিবেদন বিশ্বাস প্রমুখ।