আজ ১২ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ || ২৯শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
মহিউদ্দীন চৌধুরী,বিশেষ প্রতিনিধি:
পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড দক্ষিণ আশিয়ায় স্থানীয় শিক্ষার্থী ও খুদে ক্রীড়াবিদদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করেন উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ও তরুণ সমাজ সেবক ইমরান উদ্দিন বশির। শিক্ষার্থীদের মাঝে তিনি জার্সি ও ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগ নেতা সাইফুদ্দীন খালেদ, আরিফুদ্দিন বাবু, মোঃ শাহাজাহান, নাজিম উদ্দীন, মোঃ ফারুক খোকন, জিয়া উদ্দীন, মো: সোহেল, মো: ফয়সাল, মো: মোরশেদ, হোছেন, সেলিম, মো: মোজাম্মেল, মো: আবু তালেব, মোখন, শাকিব প্রমূখ।
এসময় তরুণ সমাজসেবক ও যুবলীগ নেতা ইমরান উদ্দিন বশির বলেন, করোনা পরিস্থিতিতে স্কুল কলেজসহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা কিশোর গ্যাংয়ে জড়িত হয়ে বিভিন্ন অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। যুবক, তরুণ ও কিশোরদের এসব সামাজিক অপরাধ কর্মকান্ড থেকে বিরত থাকতে না পারলে সমাজে অপরাধ কর্মকান্ড নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তাদের অপরাধ কর্মকান্ড থেকে বিরত রাখার একমাত্র হাতিয়ার ক্রীড়া। ক্রীড়ার মাধ্যমে সমাজ থেকে সব ধরণের অপরাধ দমন করা যাবে। তাই তরুন যুবসমাজ ও কিশোরদের অপরাধ কর্মকান্ড থেকে দূরে রাখতে ও ক্রীড়ার প্রতি অনুরাগী করতে তাদের মাঝে এসব ক্রীড়া সামগ্রী বিতরণের কর্মসূচী হাতে নেয়া হয়েছে।