আজ ১২ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ || ২৯শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
নুরুল আমিন, চট্টগ্রাম প্রতিনিধি:
রমজানের শুরুতেই চাল, ডাল সবজিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে আগুন লেগেছে। এরই মধ্যে করোনার এই সংকটে রমজানকে ঘিরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আকাশ ছুঁয়েছে। জিনিসের দাম বৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের।এদিকে রমজান মাস সামনে রেখে করোনার অজুহাতে রমজাননির্ভর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলছে। প্রকৃত অর্থে পণ্যের দাম বৃদ্ধি না পেলেও করোনা আতঙ্ক পুঁজি করে মুনাফালোভী ব্যবসায়ী পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। আর আতঙ্কিত সাধারণ মানুষ অনেকটা হুজুগে পড়ে বেশি দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে বাধ্য হচ্ছেন।
সাতকানিয়ায় কেরানীহাট বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ছোলার দাম বেড়েছে কেজিতে ১০ টাকার বেশি। ৭০ টাকার ছোলা বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকায়। মসুর ডাল ১২০ থেকে ১২৫ টাকায়। চিনির দাম বেড়েছে কেজিতে ৫ থেকে ৭ টাকা। বোতলজাত তেলের দাম ঠিক থাকলেও বেড়েছে খোলা সয়াবিনের দাম। ২০ টাকার শসা বিক্রি হচ্ছে ৫০ টাকা। আর বেগুণের দাম ৬০ থেকে ৭০ টাকা। তবে স্বাভাবিক রয়েছে মাছ, মাংস ও ডিমের দাম।
ভোক্তারা বলছেন, করোনার প্রভাবে এবং সামনে রমজান, তাই ব্যবসায়ীরা কারসাজি করে অতি মুনাফার লোভে দাম বাড়াতে শুরু করেছে।
ব্যবসায়ীরা বলেন, মজুদ থাকলেও রমজান ও করোনার পাইকারি পর্যায়ে বাড়তি দামে কিনতে হচ্ছে পণ্য।