আজ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
রাঙ্গামাটিতে বাসযোগে শিক্ষার্থীদের অর্ধেক(হাফ) ভাড়া পুন:বহাল রাখার জন্য জেলা প্রসাশক বরাবর স্মারকলিপি
মুহাম্মদ জমির উদ্দিন,
রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কে ও বিভিন্ন উপজেলা হতে দ্রুতযান(লোকাল) বাসযোগে যাতায়াতকারী রাঙ্গামাটি সরকারি কলজের অধ্যয়নরত শিক্ষার্থীদের অর্ধেক(হাফ) ভাড়া পুনঃবহাল রাখার জন্য বুধবার(২৪ এপ্রিল) সকালে রাঙ্গামাটি সরকারি কলেজ অধ্যক্ষ এর লিখিত মাধ্যম নিয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করে সাধারন শিক্ষার্থীরা।বিগত সময়ে হাফ ভাড়া দিয়ে রাঙ্গুনীয়া সহ প্রত্যন্ত অঞ্চল থেকে শিক্ষার্থীরা যাতায়াত করলেও গত কয়েকদিন ধরে হাফ ভাড়া নিচ্ছেনা বলে জানিয়েছে শিক্ষার্থীরা।এ বিষয় নিয়ে শিক্ষার্থীদের সাথে প্রতিনিয়ত হতাহত হচ্ছে গাড়ির ড্রাইবার ও হেল্পাদের সাথে।তারা গত ৩-৩-১৯ইং তারিখের শিক্ষা ও কল্যান শাখার সহকারী কমিশনার সকিনা আক্তার এর স্বাক্ষরিত একটি আবেদন পত্র দেখিয়ে জেলা প্রসাশকের অনুমোদন নিয়েছে বলে হাফ ভাড়া নিতে চাইনা গাড়ির হেল্পার।রাঙ্গামাটি জেলা প্রসাশক থেকে এরকম কোন অনুমোদন দেয়া হয়নি বলে জানিয়েছেন জেলা প্রসাশক এ.কে.এম মামুনুর রশীদ।তিনি এ বিষয়ে খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছে শিক্ষার্থীদের। রাঙ্গুনীয়া স্টুডেন্ট ফোরামের সভাপতি আবু তৈয়ব সাগর বলেছে, আমাদের রাঙ্গুনীয়া থেকে প্রায় চার শতাধিক ছাত্রছাত্রী রাঙ্গামাটি কলেজে বিভিন্ন বিভাগে লেখাপড়া করছে।তাদের যাতায়াত সহ বিভিন্ন সুযোগ সুবিধা জন্য আমরা সর্বদা সেচ্চার ছিলাম।হাফ ভাড়া পুন:বহাল রাখলে রাঙ্গুনীয়া সহ বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য সুবিধা হবে।