বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল -|- ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

জাগো জাতি জাগো এক নতুন উদ্যামে, ফিলিস্তিনী জনগণের উপর ইসরায়েলী সেনাবাহিনীর দখল ও নৃশংসতার প্রতিবাদে পটিয়ায় সাংস্কৃতিককর্মীদের মানববন্ধন ও প্রতিবাদ।

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৪ মে, ২০২১

নিরস্ত্র ফিলিস্তিনি জনগনের উপর ইসরায়েলী সামরিক বাহিনীর চলমান আগ্রাসন, বর্বরতা ও গণহত্যা মানবসভ্যতার ইতিহাসে এককথায় জাতিগত নিধন ছাড়া আর কিছু নয়। এটা স্পষ্টতই যুদ্ধাপরাধ।

এই ধ্বংসলীলার প্রতিবাদে পটিয়ার সাংস্কৃতিক কর্মীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা পটিয়া থিয়েটারের সভাপতি নাট্যজন মুহাম্মদ ছৈয়দ চেয়ারম্যান এর সভাপতিত্বে ও সাংস্কৃতিক কর্মী আবদুর রহমান রুবেলের পরিচালনায় বক্তব্য রাখেন মালঞ্চ সভাপতি অধ্যাপক অজিত কুমার মিত্র, পটিয়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু, পটিয়া গৌরব সংসদের সভাপতি এড. কবিশেখর নাথ পিন্টু, পটিয়া প্রেসক্লাব সভাপতি হারুনর রশীদ সিদ্দিকী, উত্তরাধিকারের সাধারণ সম্পাদক শৈবাল বড়ুয়া, প্রথম আলো প্রতিনিধি আবদুর রাজ্জাক, প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ নুরল ইসলাম, উত্তরাধিকার সহ-সভাপতি মফিজুর রহমান, রিদুয়ান কবির, বর্নরেখা খেলাঘর আসর চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সাধারণ সম্পাদক ও পটিয়া থিয়েটারের সাধারণ সম্পাদক অধ্যাপক ভগীরথ দাশ, শিক্ষক সমিতি পটিয়ার সাধারণ সম্পাদক মাষ্টার শ্যামল দে,হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক তাপস কুমার দে, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, ৬নং ওয়ার্ড কুসুমপুরা ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মাধব চন্দ্রনাথ, আবৃত্তি শিল্পী গৌতম চৌধুরী, শিক্ষক উদয়ন বড়ুয়া, জাহেদুল পাশা আকাশ, নাট্যকর্মী যথাক্রমে সোহেল মোঃ নিজাম উদ্দিন, কনক বড়ুয়া, পীযুষ কুমার দে, সুমন চক্রবর্তী, ক্লোরেল বিশ্বাস বাবু, অসিম চক্রবর্তী, সাজু বড়ুয়া, সাইফুল করিম, রনি দে, পটিয়া সম্মিলিত শিল্পী পরিষদের সভাপতি অনুপম বড়ুয়া সাধারণ সম্পাদক অপু কুমার দে, সাহিত্যবিশারদ স্মৃতি সংসদের সভাপতি মুহাম্মদ সাইফুল্লাহ পলাশ, সাবেক সভাপতি হামীম রায়হান, নৃত্যাঞ্চল পটিয়ার পরিচালক অমিত চক্রবর্তী, সাবেক ছাত্রনেতা নয়ন শর্মা, নারী নেত্রী মদীনা বেগম, শিল্পীমিত্র,রেখা দাশ,নারী জাগরণ সংস্থার সাধারণ সম্পাদিকা রিংকি দেব, প্রবাল চৌধুরী, রাজিব সিংহ, পলাশ চক্রবর্তী, সঞ্জয় দে টিটু, জানে আলম রুবেল, আকরাম হোসেন, রাসেল সেন, রকি সেন, রুদ্র সাজেদুল করিম, জিয়াউল হক শিবু দেব, রুবেল, ফারুক আহমেদ রাজু, সাইফুল ইসলাম বিপু, দীপু দে, সুজন দে, শিবু দেব, আকাশ দেব, উৎস দে, ইমন দে, আরফাতুল ইসলাম সজীব প্রমুখ।